আওয়ার ইসলাম: বিএনপিকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পবিত্র রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন।
সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, মহামারি করোনা ভাইরাসের মোকাবেলায় মানুষের জীবন রক্ষা, খাদ্য সহায়তা ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে জিডিপির ৩.৫ শতাংশের বেশি প্রণোদনা ঘোষণাসহ নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলস্বরূপ ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে।
‘অথচ বিএনপির চোখে এগুলো পড়ছে না। তারা প্রশংসা না করে উল্টো বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি করছে। বিশেষ করে, বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে অনুরোধ করবো, রমজান মাসে কথাবার্তায় একটু সংযমী হোন, যোগ করেন মন্ত্রী।’
রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের এই সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াতে হবে।
দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ত্রাণ বিতরণের জন্য দলের পক্ষ থেকে কমিটি করা হয়েছে। তাদের মাধ্যমে ইতোমধ্যে লক্ষাধিক মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে গেছে।
-এএ