বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

যেকোন বিপর্যয় মোকাবেলায় বৈশ্বিক সমন্বয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার মতো ভবিষ্যতে যেকোনো বিশ্ব বিপর্যয় মোকাবেলায় আরো বেশি নীতি ও আর্থিক গুরুত্ব প্রদানের জন্য বৈশ্বিক সমন্বয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরস আধনম গেব্রিয়াসিসকে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান।

রোববার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকেই তার রীতি অনুসারে আঞ্চলিক ও বিশ্বব্যাপী সকল দেশের সঙ্গে একত্রে কাজ করতে বিশ্বাসী বাংলাদেশ। সেই প্রেক্ষিতে এ আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটকে সতর্কতা হিসেবে বিবেচনায় নিতে হবে। সেই প্রেক্ষিতে ভবিষ্যতে যেকোনো বিশ্ব বিপর্যয় মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা অর্জনের মতো স্বাস্থ্য বিষয়গুলোতে আরো নীতি ও আর্থিক গুরুত্ব প্রদানে সবাইকে সমন্বয় করতে হবে।

সংক্রামক রোগ এবং মহামারি কোনো সীমানা মানে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। তাই করোনার সংক্রমণ রোধে সার্কের আওতায় আঞ্চলিকভাবে এবং সার্বিকভাবে জাতিসংঘ ও ডব্লিউএইচওর মাধ্যমে বিশ্বব্যাপী সংযুুক্ত হয়েছি। কারণ সাম্প্রতিক ইতিহাসে এমন সংকট একটি নজিরবিহীন ঘটনা।

এই মহাবিপর্যয় কাটিয়ে উঠতে ডব্লিউএইচও এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, ইতোমধ্যে যেসব দেশ স্বাস্থ্য খাতে বাংলাদেশকে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। পাশাপাশি এই সংকট মোকাবেলায় নিরন্তর প্রচেষ্টা এবং নেতৃত্বের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে ধন্যবাদ। বিশ্বাস করি, শিগগিরই সম্মিলিতভাবে এই কালো অধ্যায় অতিক্রম করতে সক্ষম হব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ