বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

চিকিৎসা শেষে হাটহাজারীতে ফিরলেন আল্লামা আহমদ শফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘদিন চিকিৎসা শেষে ঢাকার আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ পেয়ে হাটহাজারী মাদরাসায় ফিরেছেন।

আজ রোববার দুপুর ১টা ৪০মিনিটে হেলিকপ্টারযোগে তিনি হাটহাজারী মাদরাসায় পৌঁছেন। এসময় মাদরাসার ছাত্র-শিক্ষকগণ তাকে স্বাগত জানান।

দারুল উলূম হাটহাজারীর সহকারী শিক্ষাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী জানান, আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। তাই আজ দুপুরে আব্বাজানকে কর্তৃপক্ষ রিলিজ দিয়েছেন। বর্তমানে তিনি স্বাভাবিক আছেন।

এদিকে দীর্ঘদিন চিকিৎসার পর আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী সুস্থ হয়ে জামিয়ায় ফেরায় জামেয়ার ছাত্র-শিক্ষক ও স্থানীয়দের মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। সকলে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং আমিরে হেফাজতের দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

প্রসঙ্গত, ১১ এপ্রিল শনিবার বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১৪ এপ্রিল মঙ্গলবার আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। রিলিজের আগ পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ