আওয়ার ইসলাম: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন বেসরকারি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগে এফভিপি হিসেবে কর্মরত এক কর্মকর্তা।
রোববার সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বলেন, ৪০ বছর বয়সী ওই ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
এ বিষয়ে সিটি ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মৃত্যুর সংবাদ পরিবারকে ফোন দিয়ে জানানো হয়েছে এবং তাদের ঘরে থাকতে বলা হয়েছে। পরে মৃতদেহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি বলেন, বেশ কয়েকদিন ধরেই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন ওই কর্মকর্তা। পরে চিকিৎসকের পরামর্শে দুই বার নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু প্রতিবারই ফলাফল নেগেটিভ আসে। তাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
শনিবার সকালের দিকে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন দ্রুত তাকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে তাকে ভর্তি রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন করে ফের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তার করোনা পজেটিভ আসে। আজ সকালে সেখানেই তিনি মারা যান।
এদিকে ওই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।
-এএ