বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দিয়ে অভিযানের নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সেনাবাহিনীকে দিয়ে বাজারে অভিযান পরিচালনার নির্দেশনা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবির সচিবের প্রতি ই-মেইল যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহা. মনিরুজ্জামান লিংকন এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, দেশে পর্যাপ্ত মজুত থাকার পরও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ তা কিনতে হিমশিম খাচ্ছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সফলভাবে মাঠ পর্যায়ে কাজ করছে। তাই তাদেরকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দিলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

একইসঙ্গে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ