বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

দেশে অক্সিজেন সরবরাহে ঘাটতি নেই: ডা. নাসিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের কোনো ‘ঘাটতি বা সঙ্কট নেই’ বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

শনিবার অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, বাংলাদেশে ডেডিকেটেড করোনা হাসপাতাল ও আইসোলেশন ইউনিটে অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নাই। যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা অসম্পূর্ণ ও পুরনো তথ্য।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে কোভিড-১৯ রোগীদের জন্য ‘ডেডিকেটেড’ হাসপাতালে অক্সিজেন সঙ্কট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে নাসিমা সুলতানা জানান, সারা দেশে সব উপজেলায় মোট ১০ হাজার ৩৯৪ অক্সিজেন সিলিন্ডার আছে এখন। মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল বাদে দেশের আটটি বিভাগে অক্সিজেন সিলিন্ডার আছে ১৩ হাজার ৭৪৫।

তিনি বলেন, ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-মৈত্রী হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডারের কোনো ঘাটতি বা সঙ্কট নাই। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ৪৫০টি অক্সিজেন সিলিন্ডার আছে। তবে সেখানে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু নেই। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১২০টি অক্সিজেন সিলিন্ডার ও ১২টি মিনি ফোল্ড কানেকটর আছে। অনেক মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে।

তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে আরো তিন হাজার ৫০টি অক্সিজেন সিলিন্ডার কেনার ব্যবস্থা নেয়া হয়েছে, সেগুলো দ্রুত দেশে চলে আসবে। এ ছাড়া পুরনো সিলিন্ডারগুলোও ‘রিফিল’ করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ