বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

খাদ্যের অভাবে কেউ কষ্টে নেই: নৌ-প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের কেউ খাদ্যের অভাবে কষ্ট করছে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাছে ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। পবিত্র রমজান মাস উপলক্ষে এসব সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় উপজেলা আওয়ামী লীগ।

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় এবং সংক্রমণের হাত থেকে জনগণকে বাঁচাতে গত এক মাস ধরে দেশের প্রায় সবকিছু বন্ধ রয়েছে। এতে কাজের অভাবে দেশের প্রান্তিক এলাকার মানুষরা অনেক কষ্টে আছেন। তবে কেউ যাতে খাদ্যের অভাবে কষ্টে না থাকে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন।

তিনি বলেন, প্রাণঘাতী এ ভাইরাসটি যাতে দেশে মহামারি আকার ধারণ না করে এবং লাখ লাখ মানুষ যাতে এতে সংক্রমিত হয়ে প্রাণ না হারায়, তাই সবকিছু বন্ধ রেখেছে সরকার। দেশের যেসব এলাকায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, সেসব জায়গা সঙ্গে সঙ্গেই লকডাউন করা হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমা দেশগুলোর মতো তেমন উন্নত নয়। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই সফল আমরা। অথচ যুক্তরাষ্ট্র-ইউরোপের মতো উন্নত দেশগুলোতে হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এসব দেশের মতো বাংলাদেশের অর্থনীতি ততটা শক্তিশালী নয়। কিন্তু তারপরও আমাদের দেশে বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট খাদ্য মজুত রয়েছে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে ইতোমধ্যে বহু চিকিৎসক সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে একজন মারাও গেছেন। তারপরও সর্বসাধারণের চিকিৎসার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ