বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

ঘরে তারাবি আদায়ে বায়তুল মোকাররম খতিবের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম বলেছেন, রমজান সন্নিকটে, এ সময় মুসল্লিদের মাঝে আমেজ ধাবিত হয়। এ বছর আমরা ভারাক্রান্ত, আবেগ কাজ করছে। আবেগকে কন্ট্রোলে রেখে বেশি বেশি নামাজ আদায় করবো। তারাবির নামাজ নিজ নিজ ঘরেই আদায় করবো।

শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজ আদায়ের আগে বয়ানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। এর প্রভাবে আমাদের দেশেও মসজিদে স্বল্প পরিসরে জামাত হচ্ছে। মুসল্লি কম হওয়ায় মন ব্যথিত। এ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলে তিনি তা কবুল করবেন, আমাদের মুক্তি দিবেন। আগে মসজিদ খোলা ছিল, আমরা আসিনি। এতে আল্লাহ অসন্তুষ্ট। এখন মসজিদে আসতে চাই, পারছি না। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি তাহলে তিনি আমাদের মুক্তি দিবেন।

তিনি আরও বলেন, এ রোগের কোনও চিকিৎসা খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা চিকিৎসা করছেন সেই ডাক্তাররাও আক্রান্ত হচ্ছেন। একমাত্র আল্লাহ পারেন করোনা থেকে মুক্তি দিতে। তিনিই সকল ক্ষমতার উৎস। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য নিজেকে আল্লাহর পথে ন্যস্ত করতে হবে। সকল অন্যায় কাজ ছেড়ে দিতে হবে।

বায়তুল মোকাররমের পেশ ইমাম বলেন, রমজান মাস গোনা থেকে মুক্ত হওয়ার মাস। আমরা গোনামুক্ত হওয়ার শপথ নেবো। প্রশাসন সাময়িক সময়ের জন্য মসজিদে আসা নিষেধ করেছেন। আমরা তারাবির নামাজ ঘরে আদায় করবো। আমাদের আমল যেন ছুটে না যায়। আল্লাহ পরিস্থিতির উন্নতি করবেন। তিনি আবার আমাদের মসজিদে আসার সুযোগ করে দিবেন। অসহায়দের সাহায্য করারও আহবান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ