বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

গাজীপুরে কমছে করোনায় আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে কমছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২১ ও ২২ এপ্রিল তারিখের করোনা আক্রান্তের সংখ্যা একের কোঠায় এসেছে।

শুক্রবার সকালে গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, গত দুই দিনে গাজীপুর জেলায় মাত্র ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এতে গাজীপুরবাসীর মনে অনেকটা স্বস্তিদায়ক ঘটনা বলে জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে গাজীপুর সদরে ১ জন, কালিয়াকৈরে ১ জন ও শ্রীপুরে ১ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে কাপাসিয়া ও কালীগঞ্জে একজনও করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়নি। এ পর্যন্ত ১৮৪০ জনের নমুনা নেয়া হলে মোট ৩২০ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

গাজীপুর সদরে ১১০ জন, কাপাসিয়ায় ৭০ জন, কালীগঞ্জে ৮৯ জন, কালিয়াকৈরে ৩০ এবং শ্রীপুরে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় ১৫৮ জনের নমুনা ঢাকা পাঠানো হয়েছে।

গাজীপুরে করোনায় এখন পর্যন্ত ২ জন মারা গিয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একশ’র মতো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, ৩৫ জন পুলিশ সদস্য ও ২ জন সংবাদকর্মীও আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ