বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

কিট উৎপাদনে শতভাগ সফল গণস্বাস্থ্য কেন্দ্র: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস পরীক্ষার কিট উৎপাদনে শতভাগ সফল হয়েছেন বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, করোনা ভাইরাস পরীক্ষার কিট উৎপাদনে রক্ত পরীক্ষা করার পরে আমরা শতভাগ সফল হয়েছি। আগামীকাল শনিবার বেলা ১১টার দিকে এগুলো সরকারের প্রতিষ্ঠানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, যদি অনুমোদন দেয়া হয় তাহলে প্রথমে ১০ হাজার ও পরে ১ লাখ কিট উৎপাদন করে সরকারকে দেয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আর্মি প্যাথলজি ল্যাবরেটরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) বেশকিছু প্রতিষ্ঠানকে কিট দেয়া হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তাদের উৎপাদিত কিট দিয়ে দেশের প্রয়োজন পুরোপুরি মেটানো যাবে। পাশাপাশি আরো পাঁচ-ছয়টি দেশে এই কিট রপ্তানি করা যাবে। এখন একটাই প্রত্যাশা যত দ্রুত সম্ভব সরকার যেন গণস্বাস্থ্যের কিট পরীক্ষার ব্যবস্থা করে।

তিনি বলেন, এর আগেও কিট উৎপাদন করা হয়েছিল। কিন্তু বৈদ্যুতিক গোলযোগের কারণে তা নষ্ট হয়ে যায়। পরে এ ব্যাপারে বিদ্যুতের চেয়ারম্যানকে জানানোর পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তাই এবার আর সমস্যা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ