বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

করোনায় মারা গেলে সরকারি কর্মকর্তারা পাবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে কোনো সরকারি কর্মকর্তা মৃত্যুবরণ করলে তাকে ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। আর করোনায় আক্রান্ত হলে তাকে দেয়া হবে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ। এ টাকা গ্রেড ভেদে মাঠ পর্যায়ে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীরা পাবেন।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। উপসচিব ড. মুহাম্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত এক পরিপত্রে এই আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হলে সরকার পক্ষ থেকে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছে।

উক্ত ক্ষতিপূরণের আওতায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লকডাউন ও সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

এক্ষেত্রে ১-৯তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা করোনা আক্রান্ত হলে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। করোনায় মৃত্যুবরণ করলে ৫০ লাখ টাকা পাবেন। ১০-১৪তম গ্রেডের কর্মকর্তারা করোনায় আক্রান্ত হলে সাড়ে ৭ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। আর মৃত্যুবরণ করলে পাবেন সাড়ে ৩৭ লাখ টাকা।

এছাড়াও ১৫-২০তম গ্রেডের কর্মকর্তারা আক্রান্ত হলে ক্ষতিপূরণ পাবে পাঁচ লাখ টাকা। আর মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ পাবে ২৫ লাখ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ