আওয়ার ইসলাম: লকডাউনের কারণে ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী শুক্রবার এই ফ্লাইট পরিচালনা করা হবে।
আজ বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের দিল্লি থেকে ফেরাতে ২৪ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
‘ওই ফ্লাইটে ইকোনমি ক্লাসে ১৫০ জন ও বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল দুপুর পর্যন্ত বিমানের মোবাইল অ্যাপ ও ওয়েব সইট থেকে টিকিট কেনা যাবে।’
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আকাশপথে নিয়মিত যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থায় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এরই মধ্যে ভারতের চেন্নাই থেকে ইউস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সোম ও মঙ্গলবার দুইদিনে ৩২৮ জনকে ফিরে এসেছেন।
-এএ