বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


ভারতে লকডাউনে ৩ দিন হেঁটে বাড়ির কাছে এসে কিশোরীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস রোধে ভারতে চলমান লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া এক কিশোরী বাড়ি ফিরতে টানা ৩ দিন হেঁটেছে। তবে তার আর বাড়ি ফেরা হয়নি। বাড়ি থেকে ১৪ কিলোমিটার দূরে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, ১১ বছর বয়সী জামলো মাকদম নামের ওই কিশোরীর বাড়ি ছত্তিশগড়ের বিজাপুর জেলায়।

তেলেঙ্গানার একটি গ্রামে মরিচের শস্যক্ষেতে কাজ করতে গিয়েছিল সে। লকডাউনের জেরে সেখানে আটকে পড়া মাকদম বাড়ি ফিরতে আরও ১১ জনের সঙ্গে গত ১৫ এপ্রিল থেকে হাঁটতে শুরু করে।

কিশোরীর বাবা অন্দরম মাকদম জানিয়েছেন, তার মেয়ে গত ২ মাস ধরে তেলেঙ্গানায় কাজ করছিল। টানা তিন দিন ধরে হাঁটার কারণে পথেই পেটে ব্যথা ও বমি হয়ে মৃত্যু হয়েছে তার।

জেলা মেডিকেল অফিসার বি আর পূজারি জানিয়েছেন, ওই কিশোরীর করোনাভাইরাস হয়নি। তার শরীরের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ধরা পড়েছে। তার শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতায় দেখা গেছে। এই ঘটনায় রাজ্য সরকার মেয়েটির পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ