আওয়ার ইসলাম: ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন কারারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজে কারাবন্দিদের ডিউটি করতেন। বর্তমানে তাকে জিনজিরায় ২০ শয্যার করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ওই রোগী কয়েকদিন আগে অসুস্থ থাকলেও বর্তমানে অনেকটা সুস্থ। তার চিকিৎসা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে হয়ত তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
-এএ