আওয়ার ইসলাম: করোনার এ কঠিন পরিস্থিতিতে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের দাবীতে সমাজিক দূরত্ব বজায় রেখে নতুনধারা বাংলাদেশ এনডিবি আমরণ অনশন কর্মসূচী পালন করে।
আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়েছে। ধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আখতার, জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মো. শরীফ প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেছেন, নির্মম মহামারি করোনাকালে লকডাউনে আটকে পড়া কোটি মানুষকে বাড়ি ভাড়া সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ না নিলে লকডাউনে অসংখ্য মানুষ হতাশায় জর্জরিত হবে।
মানুষ যে কতটা কষ্টে আছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এ মুহূর্তে যদি সরকার ও মালিকরা এগিয়ে না আসে আর কখন আসবে।
-এটি