মাহদী হাসানাত খান: মানবতার সেবায় নিবেদিত সেচ্ছাসেবী সংগঠন “ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন”-এর তত্ত্বাবধানে জানাজা ও দাফন কার্য সম্পাদনের জন্য সবরকমের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে।
করোনাভাইরাস আক্রান্তে বা সন্দেহে ঢাকার কদমতলী থানার “তুষারধারা, গিরিধারা, শান্তিধারা, শহিদ নগর ও আদর্শ নগর” এলাকায় কোনো মুসলমান নর-নারীর মৃত্যু হয়ে জানাজা, দাফনের জন্য কাউকে পাওয়া না-গেলে, তাদের জানানোর জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। বিনিময় ছাড়া তারাই জানাজা, দাফনের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেছেন।
যোগাযোগের জন্য নম্বরসমূহ: মুফতি মো. দেলোয়ার হোসেন (০১৯৩৩৮০২২৭২) মুফতি মো. জাহিদ ইসলাম (০১৯২৪১৭১৮৭০) হাফেজ মো. ইয়াসিন আরাফাত (০১৮৩৭৭৯২৩৩৫) হাফেজ মো. ওমর ফারুক (০১৬৭৫৮২৫৮৯২) হাফেজ মো. মাহমুদ দেওয়ান (০১৮৩৬৩৯৮৬৪৯)।
-এটি