মুহাম্মদ বিন ওয়াহিদ ।।
করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে এক যুবক বিয়ে করার জন্য ৮৫০ কি.মি. রাস্তা সাইকেলে পাড়ি দিলেন।
এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরে। জি নিউজের সংবাদে বলা হয়, সোনু কুমার চৌহান নামের এক যুবকের ১৫ এপ্রিল ভারতের উত্তরপ্রদেশের একটি মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা থাকলেও দেশজুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ার কারণে তা আর সম্ভব হয়নি।
তাই পাঞ্জাবের লুধিয়ানা থেকে সোনু এবং তার তিন বন্ধু সাইকেল নিয়েই বেরিয়ে পড়েন বিয়ে করার জন্য। প্রায় সপ্তাহখানেক পথচলার পরে বাঁধ সাধলো পুলিশ। গন্তব্যস্থল থেকে আর মাত্র ১৮০ কি.মি. বাকি ছিল মেয়ের বাড়ির। এমন সময় পুলিশ তাদের আটক করে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয়।
-এটি