মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

লকডাউনে মেস ভাড়া সহনীয় পর্যায়ে রাখুন: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারনে সৃষ্ট অর্থ সংকটে রাজশাহী নগরীর মেস সমুহের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজশাহী জেলা, রুয়েট ও রাবি শাখা।

এক যৌথ বিবৃতিতে আজ শনিবার ইশা ছাত্র আন্দোলন রাজশাহী জেলা, রুয়েট ও রাবি শাখার সভাপতি যথাক্রমে মুহাম্মদ জহুরুল হক, মোহাম্মদ আলী ও মোহাঃ শরিফ মেস মালিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি এ সংকটপূর্ণ সময়ে মেস ভাড়া কমানোর আহবান জানান।

বিবৃতিতে তারা বলেন, বিশ^ময় ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের কারনে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ১৭-ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষানগরী খ্যাত রাজশাহীর হাজার হাজার ছাত্র-ছাত্রী মেস ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন।

মেস মালিকগণ ভাড়া আদায়ের জন্য নানা ভাবে চাপ দিচ্ছেন। অভিভাবকদের আয় বন্ধ হওয়ায় অনেক গরিব ছাত্র-ছাত্রী তাদের মেস ভাড়া পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না। উক্ত পরিস্থিতির কথা বিবেচনা করে রাজশাহী নগরীর সকল মেস মালিকদের প্রতি মেস ভাড়া সহনীয় পর্যায়ে রাখার মানবিক আহবান জানাচ্ছি।

এছাড়া নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সকলকে মেস ভাড়া কমানোর বিষয়ে পদক্ষেপ নেবার আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ