আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনয়র নায়েবে আমির ও আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন এবং জামিআ রাহমানিয়া বেড়তলা মাদরাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা যোবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মূসা ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
শোক বানীতে নেতৃদ্বয় বলেন, তিনি ছিলেন একজন কুরআনের খাদেম, দেশ বিদেশে ওয়াজের মাধ্যমে ইসলাম প্রচারে ভূমিকা রাখেন । তিনি অনেক দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন ইসলাম প্রচারক ও ইসলামী শিক্ষাবীদকে হারিয়েছে। যা অপূরণীয়।
নেতৃদ্বয় আল্লাহ তালার দরবারে মরহুমকে রুহের মাগফিরাত ও শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।
-এএ