মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বিএনপি সমালোচনা অহেতুক: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করছে। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডা. মঈনের মৃত্যু নিয়ে মির্জা ফখরুল সাহেব অহেতুক সমালোচনা করছেন। তিনিসহ বিএনপির নেতারা স্বাস্থ্য ব্যবস্থার দোষ দেখছেন। অথচ এটা সবার বুঝতে হবে যে, করোনা এমন একটি ভাইরাস যা থেকে কেউ রেহাই পাচ্ছেন না। বিশ্বের বিভিন্ন দেশে অনেক চিকিৎসক ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন। তাই অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করা উচিত নয়।

তিনি আরও বলেন, ডা. মঈনের মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। করোনার সংক্রমণ থেকে ধনী-গরিব, চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবী কেউই রেহাই পাচ্ছেন না। কাজেই দেশের এই দুর্যোগে জাতি হিসেবে বিভক্তি কোনোভাবেই কাম্য নয়।

মন্ত্রী বলেন, এ সময়ে রাজনৈতিক বিভাজনের অনিবার্য পরিণতি হবে ভাইরাসের ভয়ঙ্কর রূপ। তাই জেনে শুনে এ রকম মারাত্মক ভুলের ফাঁদে পা না দেয়াটা সকলের জন্য ভালো হবে। কারণ করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। এটা সকলের বেঁচে থাকার লড়াই। যদি পরস্পর পরস্পরকে সুরক্ষা না দেই, তাহলে জাতি হিসেবে সবাই হুমকির মুখে পড়বে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলায় ঘরে ঘরে সচেতনতার দূর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি সকল স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ঘরে থাকি তাহলে ইনশাআল্লাহ করোনার বিরুদ্ধে আমরা জয়লাভ করব।

এ সময় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ