আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক যৌথ বিবৃতিতে বলেছেন, বঞ্চিত মানুষ ত্রাণের ট্রাকে ঝাঁপিয়ে পড়ছে, অনাহারী ভুভুক্ষ মানুষ করোনার ভয় উপেক্ষা করে দলবেঁধে রাস্তায় নেমে আসছে। জনপ্রতিনিধিরা অসৎ হলে, জনগণের সীমাহীন দুর্গতির বিষয়গুলো সব সময় সমান ভাবে প্রকাশ পায় না। কোন জাতীয় দুর্যোগকালে জনদুর্ভোগের মাত্রাগুলো উৎকটভাবে ফুটে উঠে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, বর্তমান দুর্যোগকালে আমাদের দেশে আমরা এখন যা দেখতে পাচ্ছি। যখন জনপ্রতিনিধিরা দুর্দশাগ্রস্থ মানুষের সাহায্য-সহযোগিতায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়বে, তখন আমাদের দেশের একশ্রেণীর নির্লজ্জ জনপ্রতিনিধি দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সামান্য ত্রাণের চাল লুটপাটে মেতে উঠেছে।
নেতৃদ্বয় বলেন, এই চোর ছ্যাচ্চর জনপ্রতিনিধিদের উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রী নসিহত করে যখন বলেন, ‘কোনরকম অনিয়ম করলে বরদাশত করা হবে না" আমাদের তখন হাসি পায়। কারণ, বর্তমান আওয়ামী লীগ সরকারের টপ টু বটম; মেম্বার থেকে নিয়ে এমপি মন্ত্রী পর্যন্ত সবায়ই চরম অনিয়মের মাধ্যমে জনগণের ভোট চুরি করে জনপ্রতিনিধি হয়েছে। তাও আবার মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থন, সহযোগিতা এবং আশ্রয়-প্রশ্রয়েই।
তারা আরও বলেন, এই ভোট চোরদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর অনিয়ম না করার নসিহত বড়ই বেমানান।
নেতৃদ্বয় বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিতে যাদের বিবেকে বাধেনি- জনগণের মুখের আহার কেড়ে নিতে, রাষ্ট্রের সম্পদ লুটপাট করতে তাদের বিবেকে বাধবে কেন? যাদের নির্বাচিত হতে জনগণের ভোটের প্রয়োজন হয়নি, জনগনের দুঃখ-দুর্দশায় জনগণের পাশে দাঁড়ানোর দায় তারা কেন বোধ করবে?
-এএ