আওয়ার ইসলাম: ঢাকার অনেক নিম্নআয়ের মানুষ পেটের দায়ে লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে আসছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এমন কিছু মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করেছে। ইতোমধ্যে বেশ কয়েকদিন ধরে, ৬ হাজার মানুষের হাতে পৌঁছে দেয়া হচ্ছে রান্না করা খাবার।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ঢাকার প্রায় অর্ধেকেরও বেশি অঞ্চলে চলছে লকডাউন। আমরা যখন সেটা বাস্তবায়ন করতে সরেজমিনে অবস্থান নিই, তখন দেখি রিকশাওয়ালা, খুচরা বিক্রেতা বা হকাররা নানা কৌশলে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন। এভাবে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তাই আমরা প্রতিদিন ৬ হাজার মানুষের ঘরে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। এতে অনেকটা কাজ হয়েছে।
এত মানুষের খাবার খরচ কে বহন করছে, এমন প্রশ্নে শাফিউর রহমান বলেন, বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান পুলিশকে সহায়তা করছে। তাছাড়া করোনা সংক্রমণের এই সময় অনেকেই সরাসরি সাহায্য না করে আমাদের কাছে অর্থ পাঠিয়ে দিচ্ছেন। সেই টাকা দিয়ে রান্না করা খাবার তৈরি করে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।
প্রতিদিন ভোরে শুরু হয় এই খাবার তৈরির কর্মযজ্ঞ। রান্না করা হয় রাজারবাগ পুলিশ লাইন ও দাঙ্গা দমন বিভাগের হেঁসেলে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ওই খাবার পৌঁছে দেয়া হয় সংশ্লিষ্ট থানাগুলোতে। সেখানকার পুলিশ খাবার নিয়ে পৌঁছে যান মানুষের কাছে।
-এএ