আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
আজ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, তিনি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। তিনি ইসলামী শিক্ষা সম্প্রসারে ও ইসলাম এবং দ্বীনের প্রয়োজনে বিশেষ অবদান রেখেছেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী রাজনীতিবিদ ও স্কলারকে হারিয়েছে। যা অপূরণীয়।
নেতৃদ্বয় আল্লাহ তালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদাউস এর জন্য দোয়া ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন এবং আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তার পরিবারকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন।
-এএ