আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেম, মুফাসসিরে কুরআন, রাজনৈতিক অঙ্গনের লড়াকু সৈনিক ও আমার দীর্ঘদিনের সহযোদ্ধা আজ বিকেলে আমাদেরকে শোকের সাগরে ডুবিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
তার মৃত্যুতে দেশের ইসলামী অঙ্গনের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। কুরআনের ময়দানে যেভাবে তিনি তাফসির করতেন, রাজনৈতিক অঙ্গনে যেভাবে সাহসি ভূমিকা পালন করতেন, তা সারাদেশে বিরল দৃষ্টান্ত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
তিনি আরও বলেন, মাওলানা জুবায়ের আহমেদ আনসারী আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধার। একসঙ্গে আমাদের অনেক স্মৃতি রয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি শাইখুল হাদিস আজিজুল হকের আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন। আদর্শের প্রতি অনড় ছিলেন সর্বদা।
‘মৃত্যুর পরেও তার কৃতকর্মের প্রতিফলে তিনি এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন। আমরা আশা করব তার আদর্শ, চেতনা এবং কর্মপন্থা পদ্ধতি এদেশের ওলামায়ে কেরাম অনুসরণ করবেন। এবং তার শোককে শক্তিতে পরিণত করে তার অসমাপ্ত কাজ পূরণের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবেন।’
-এএ