আওয়ার ইসলাম: দেশের প্রবীন আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, মরহুম মাওলানা জুবায়ের আহমদ আনসারী ছিলেন একজন নন্দিত মুফাসসিরে কুরআন ও বাতিলের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর। মাওলানা আনসারী ছিলেন ওয়াজের জগতে এক অনুসরনীয় ও জনপ্রিয় বক্তা। তিনি বাংলা ভাষায় ইসলামের দাওয়াত দিয়ে দেশ-বিদেশে কোটি কোটি বাঙ্গালীর অন্তরে স্থান করে নিয়েছেন। তার ইন্তেকালে জাতি হক্কপন্থীদের মূখপাত্র একজন আদর্শবান, মুখলেস ধর্মপ্রচারককে হারালো।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
-এএ