আওয়ার ইসলাম: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
আজ গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।
নেতৃদ্বয় বলেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। রাজনৈতিক ভাবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জীবনভর তিনি ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে কাজ করেছেন। তার ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারালো। এ শূন্যতা পূরণ হবার নয়। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।
-এএ