আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন প্রবাসী, লেখক ও টিভি উপস্থাপক, লন্ডন আন নুর মাদরাসার প্রিন্সিপাল খতিব মাওলানা তাজুল ইসলাম।
আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের প্রখ্যাত বক্তা আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত ও মর্মাহত।
বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কুরআন, দেশ-বিদেশে অতিপরিচিত মুখ, দেশের আপামর জনতা কুরআনের পাখি হিসাবে একবাক্যে যাকে চেনে, তিনি ছিলেন আমাদের জুবায়ের আহমদ আনসারি রাহিমাহুল্লাহ।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মহান রবের ডাকে চলে গেলেন মাওলায়ে হাকিকির দরবারে। দেশ ও জাতির অসমান্য ক্ষতি হলো। উম্মাহ একজন মুখলিস রাহনুমা হারালো।
পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, হজরতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। দোয়া করি মহান আল্লাহ তাকে যেন জান্নাতের আ’লা মাকাম দান করেন।
-এএ