আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবে দেশের সকল কওমি মাদরাসা হঠাৎ বন্ধ ঘোষিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই সঙ্কটাপন্ন সময়ে শিক্ষকদের পাশে থাকার লক্ষ্যে বেফাকের নিজস্ব তহবিল এবং জনসাধারণের সহযোগিতায় একটি কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। বিপদগ্রস্ত নায়েবে রাসুলদের পাশে দাঁড়াতে এই কল্যাণ তহবিলে সবাইকে দান করার জন্য আহ্বান জানিয়েছে বেফাক।
আজ বৃহস্পতিবার বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশসহ সারা দুনিয়া এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানের ন্যায় বেফাকভুক্ত মাদরাসাগুলোও আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। কোনোরূপ পূর্বপরিকল্পনা ছাড়া হঠাৎ প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। বিশেষত দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-শিক্ষিকাদের অবস্থা খুবই শোচনীয়। এহেন পরিস্থিতিতে বেফাকের দায়িত্বশীল মুরুব্বিগণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, এ সকল বিপদগ্রস্ত নায়েবে রাসুলদের পাশে দাঁড়ানো অতীব প্রয়োজন। এ লক্ষ্যে বেফাক তার নিজস্ব তহবিল হতে এবং দ্বীনদরদী সচ্ছল ভাইদের সহযোগিতায় একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তাতে আরও বলা হয়েছে, বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমাদ শফীর নির্দেশক্রমে বেফাকের খাস কমিটির ১৫ সদস্যকে কল্যাণ তহবিলের সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।
অতএব সর্বস্তরের দানশীল ভাইদের প্রতি আমাদের আকুল আবেদন আপনারা এই কঠিন দুর্যোগপূর্ণ সময়ে আল্লাহর নবীর ওয়ারিস গনের প্রতি সদয় হয়ে উক্ত কল্যাণ তহবিলে মুক্ত হস্তে দান করুন।
অনুদান প্রেরণ ও অন্য যেকোনো প্রয়োজনে নিম্নবর্ণিত নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে। দায়িত্বশীলদের মোবাইল নম্বর: ০১৭৫৭৬৪২৭৬০, ০১৭১১১৫৪২০২, ০১৭১২৬৬৪৪০৪, ০১৭১১০৭৪৯৯৩, ০১৭১২১০৭৮২৭।
অনুদান প্রেরণের ব্যাংক হিসাব নং: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, কল্যাণ তহবিল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, যাত্রাবাড়ী শাখা, ঢাকা, একাউন্ট নং: ০৫১১২২০০০২২০৫
-এএ