আওয়ার ইসলাম: ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের একজন চিকিৎসকসহ দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্ত চিকিৎসক কিছুদিন আগে এই হাসপাতালে যোগদান করেছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। গতকাল রিপোর্ট পেয়েছি। সেখানে দেখা গেছে চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তিনি বর্তমানে হাসপাতালের বাইরে আছেন।
আক্রান্ত চিকিৎসক হাসপাতালের আয়ুর্বেদিক বিভাগে কর্মরত ছিলেন এবং অন্যজন অফিস সহকারী বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাসপাতালে তিন জন আয়ুর্বেদিক চিকিৎসকের পদায়ন ছিল। আক্রান্ত চিকিৎসক তাদের একজন। তিনি বর্তমানে হাসপাতালের বাইরে আছেন। তবে তার সংস্পর্শে কারা কারা এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতালটিতে প্রায় ৬০ জন চিকিৎসক এবং ৮৫ জন নার্স চিকিৎসা সেবা দিচ্ছেন।
-এএ