আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ও মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান পেশোয়ারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, মাওলানা মুজিবুর রহমান দীর্ঘদিন যাবৎ তৎকালীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে জড়িত থেকে ইসলাম বিজয়ের জন্য কাজ করে গেছেন। মাওলানা মুজিবুর রহমান পেশোয়ারীর ইন্তেকালে দেশবাসী একজন বরেণ্য রাজনীতিবিদকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মহান রব্বুল আলামিন মরহুমের সকল নেককাজকে কবুল করে জান্নাতবাসী করুন।
-এএ