আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় সরকার সাধারণ মানুষের বাইরে চলাচল সীমাবদ্ধ করায় সারাদেশের নিম্ন আয়ের খেঁটেখাওয়া মানুষ পড়েছেন বিপদে। অনেকের আয়ের পথ প্রায় বন্ধ। এসব মানুষ যাতে খাবারের অভাবে কষ্ট না পায়, সেই বিষয়টি সামনে রেখে অসহায় কর্মহীন মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
মঙ্গলবার এরই অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন কেরানীগঞ্জের ঘাটারচর ও কলাতিয়ায় ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত জনপদ, কর্মহীন অসংখ্য মানুষ, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিক সংকটে কষ্টে ভুগছেন। তাদের পাশে আমরা সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করছি। দেশ-বিদেশ থেকে সংগঠনের কর্মী ও শুভানুধ্যায়ীদের কষ্টের পাঠানো অর্থ দিয়েই ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এসময় তিনি সমাজের সামর্থবানদের এ দুর্যোগ মুহুর্তে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি জেলায় এ কার্যক্রম পরিচালিত হবে বলেও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, কারী হুসাইন আহমাদ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, ঢাকা মহানগরীর বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, দফতর সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবুল হুসাইন, মুহাম্মাদ মুবাশ্বির আহমাদ প্রমুখ।
-এএ