আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণ থেকে ঝুঁকিমুক্ত রাখতে দেশে প্রথমবারের মতো পটুয়াখালীতে চালু করা হয়েছে ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট।
মঙ্গলবার সকালে পটুয়াখালী নদী বন্দরে এমভি এ আর খান নামের একটি লঞ্চে এ ভাসমান কোয়ারেন্টাইনের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহা. মতিউল ইসলাম চৌধুরী।
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে সরকারি নির্দেশ অমান্য করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে নৌ পথে পটুয়াখালীতে আসা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখতে এ ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক মুহা. মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালীর মানুষদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরপদে রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। যারা সরকারি নির্দেশ অমান্য করে পটুয়াখালী জেলায় প্রবেশ করবেন তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন এই লঞ্চে অবস্থান করতে হবে।
তিনি আরও জানান, ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটে থাকা ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া জন্য লঞ্চে পর্যাপ্ত পরিমাণ ওষুধ ও একজন ডাক্তার থাকবেন। পাশাপাশি তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটে ৪০ টি ডাবল ও ৩৮ টি সিঙ্গেল কেবিন রয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের চিকিৎসা ও দেখভাল করার জন্য রয়েছেন চিকিৎসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটে কর্মরতদের সুরক্ষার জন্য জেলা প্রশাসক তাদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জে একটি তৈরি পোশক কারখানায় কাজ করতেন। সম্প্রতি তিনি পটুয়াখালীতে বাড়িতে এসেছিলেন। ওই ব্যক্তির বোনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।
-এএ