আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর জনাব মাওলানা সৈয়দ মুজিবুর রহমান পেশওয়ারী
আজ ১৪ এপ্রিল বিকাল ৩ টায় টাঙ্গাইলস্থ কুমুদিনী হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
খেলাফত মজলিসের নায়েবে আমীরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন। প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম মজিবুর রহমান পেশওয়ারী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও কর্মবীর নেতা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে শুরু করে আমৃত্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তার চলে যাওয়া সবাইকে ব্যথিত করেছে। নেতৃদ্বয় মরহুম সৈয়দ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে পাকস্থলীতে সমস্যা জনিত কারণে টাঙ্গাইলস্থ কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকাল ৩টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭০ বছর।
আজ বাদ এশা টাঙ্গাইলের মির্জাপুর গোরাইল তার প্রতিষ্ঠিত মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে গোরাইলস্থ পারিবারিক গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।
-এটি