মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

করোনা শনাক্তে আরও ১১টি হাসপাতালে ল্যাব স্থাপন করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস শনাক্তে আগামী ১০ দিনের মধ্যে আরও ১১টি হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আজ মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, বর্তমানে দেশে মোট ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। আরও ১১টি ল্যাব স্থাপনের কাজ চলছে। সেগুলোতে আগামী ৭-১০ দিনের মধ্যে করোনা পরীক্ষা করা শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, নতুন যে ১১টি স্থানে ল্যাব স্থাপনের কাজ চলছে, তারমধ্যে ঢাকায় ৫টি এবং ঢাকার বাইরে ৬টি। ঢাকার মধ্যে রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

এ ছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা ল্যাব স্থাপনের কাজ চলছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ১২ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ