মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

উন্নত চিকিৎসার জন্য আল্লামা আহমদ শফীকে ঢাকায় প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুর ১টায় চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারযােগে তাকে ঢাকায় আনা হচ্ছে।

আল্লামা আহমদ শফীর ছেলে, দারুল উলূম হাটহাজারীর সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী জানান, আব্বাজান আগের চেয়ে ভালো আছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তার আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার আজগর আলী হাসপাতালে নেয়া হয়েছে। আপনার সবাই আমিরে হেফাজতের পরিপূর্ণ সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করবেন!

প্রসঙ্গত, গত শনিবার বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি চট্টগ্রামে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ