আওয়ার ইসলাম: দেশে কোনো খাদ্য সংকট নেই এবং গৃহস্থদের ঘরেও পর্যাপ্ত খাবার মজুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সরকার সচেষ্ট রয়েছে। এ মহামারির হাত থেকে সকলকে বাঁচতে হবে। সরকার পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। যখন যে ব্যবস্থা নেওয়া দরকার, তা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, দেশে এই মুহূর্তে কোনো ধরনের খাদ্য সংকট নেই। সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুত আছে। এমনকি গৃহস্থদের ঘরে ঘরেও খাবার মজুদ রয়েছে।
শেখ হাসিনা আরো বলেন, মহান আল্লাহ তায়ালার রহমতে গত মৌসুমে দেশে রোপা ও আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পূর্ভাবাস পাওয়া যাচ্ছে চলতি মৌসুমেও বোরো ধানের ভালো ফলন হবে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে খাদ্য কৃষি পণ্য সরবরাহ ও বিতরণ যেনো বাধাপ্রাপ্ত না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, দেশের অসহায় দরিদ্র জনগণকে সহায়তায় অনেক সদাশয় ব্যক্তি ও প্রতিষ্ঠান ত্রাণ বিতরণ করছে। তবে এসব ত্রাণসামগ্রী ও সহায়তা বিচ্ছিন্নভাবে না বিলিয়ে বরং স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে বিতরণ করা প্রয়োজন। তা না হলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে।
সমাজের বিত্তবানদের এ ত্রাণসামগ্রী বিতরণ ও সহায়তা প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-এটি