আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া ৬৪ হাজারের বেশি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর নগর কর্তৃপক্ষ, ওয়ার্ড কাউন্সিলর ও অন্যান্য জনপ্রতিনিধিদের উদ্যোগে অসহায়, দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ডিএনসিসি জানায়, রোববার করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মোট তিন হাজার ৪৭৩টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। রোববার পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলর এবং অন্যান্য জনপ্রতিনিধিদের উদ্যোগে মোট ৬৪ হাজার ৬৬৭টি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও ডিএনসিসির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
-এএ