মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

নারায়ণগঞ্জের ফেলে রাখা লাশের কাফন দাফনে গাজী ইয়াকুবের বিশেষ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

নারায়ণগঞ্জে করোনা সন্দেহে দুইদিন ধরে পড়ে থাকা তিনটি লাশের দাফন সম্পন্ন করেছেন মাওলানা গাজী ইয়াকুবের বিশেষ টিম।

এ বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ মাইসদার কবরস্থানের পাশের বাসা থেকে আমার নম্বরে একবোনের কান্না জড়িত ফোন আসে আজ শনিবার। ফোনে তিনি জানান তাদের কবরস্থানে তিনটি লাশ পড়ে আছে। ঘটনাটি পরিপূর্ণ নিশ্চিত হয়ে তাৎক্ষণিক আমাদের টিমের সদস্যদের খবর দিলে তারা কবরস্থানে ছুটে গিয়ে প্রশাসনের সহায়তায় মৃতদের গোসল করিয়ে জানাজা দিয়ে দাফনের ব্যবস্থা সম্পন্ন করেন।

তিনি আরো বলেন, এ দুঃসাহসী কাজে সহযোগিতা করেছেন, নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি মাওলানা আরিফুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর জনাব মাকসুদুল আলম ও মাওলানা আবু সাঈদ।

এদিকে শুরু থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃতদের পাশে সমাজবেসক মাওলানা গাজী ইয়াকুবের নেতৃত্বে আলেমদের বিশেষ একটি দল কাজ করে যাচ্ছে।

Image may contain: 1 person, standing and outdoor

করোনায় আক্রান্তদের জানাজা ও দাফন সঠিক ইসলামি নিয়মে সম্পন্ন করতে এগিয়ে এসেছেন তার নেতৃত্বে এক ঝাঁক আলেম। প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় এ কাজটি করার উদ্যোগ নিয়েছেন তারা।

মাওলানা গাজী ইয়াকুবের নেতৃত্বে কয়েকজন আলেম এ কাজে জড়িত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এইচ এম লুৎফর রহমান, হিফজুর রহমান, সালমান বিন সাজিদ, নুরুননাবী নুর, কারী ওসামা বিন নিজাম ও মোহাম্মদ রাফী। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার আরো ৬০/৭০ জন আলেম এ কাজে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

মাওলানা গাজী ইয়াকুব আওয়ার ইসলামকে বলেন, করোনা আক্রান্ত কোন রোগী মারা গেলে তাদের জানাজা-দাফনের প্রয়োজন হলে আমাদের মোবাইল নম্বরে ০১৯২০৭৮১৭৯২ যোগাযোগ করলে আমরা সেখানে পৌছে যাব। তার নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করব। কারো যদি কাফনের কাপড় প্রয়োজন হয় আমরা তারও ব্যবস্থা করবো।

Image may contain: one or more people and people standing

তিনি আক্রান্তদের বিষয়ে বলেন, চিকিৎসকদের সাথে কথা বলে জেনেছি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিন-চার ঘন্টা পর তার শরীরে আর জীবাণু থাকে না। এজন্য আমরা কেউ কল করলে তিন-চার ঘন্টা পর তার জানাজা-দাফনের ব্যবস্থা করব।

তিনি আওয়ার ইসলামকে আরো জানান, এ পর্যন্ত আমরা চার জন করোনা আক্রান্তের কাফন দাফন সম্পন্ন করেছি।

মাওলানা গাজী ইয়াকুব এর আগে আওয়ার ইসলামকে দেয়াে এক সাক্ষাৎকারে জানান, করোনাভাইরাস আসার পর থেকেই তারা জনগনকে সচেতন করতে কাজ শুরু করেছেন। মসজিদে মসজিদে লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও প্যাকেট খাবার বিতরণ করে আসছে। প্রতিদিন রান্না করা খাবারসহ চাউল ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিস অসহায়দের মাঝে বিতরণ করে আসছে। এবং এ ধরাবাহিকতা অব্যহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

এদিকে এ মানবসেবা করতে গিয়ে ইদানিং তার ফোন নম্বর ব্যবহার করে একটি মহল নানান গর্হিত পোস্ট করছে। তিনি তাদেরকে অসহায়দের দিকে তাকিয়ে এসব বন্ধ করার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ