মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

‘ত্রাণ চোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ক্ষতিগ্রস্থ দিনমজুর ও কর্মহীনষদের জন্য সরকারী ত্রাণ চুরি ও লুট-পাট হচ্ছে। এই ত্রাণ দরিদ্র ও কর্মহীন মানুষের প্রধান ভরসা। সেখানেও যদি চুরি দুর্নীতি চলে, তাহলে মানুষের জীবন ধারণ কঠিন হয়ে যায়। সুতরাং এধরণের চোর ও দুর্ণীতিবাজদের বিরুদ্ধে সরকারি সংস্থাগুলো, জেলাপ্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী ও ভ্রাম্যমান আদালতকে আরো কঠোর কঠোর ভূমিকা পালন করতে হবে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এসব বলেন।

নেতৃদ্বয় বলেন, সমাজে অনেক পরিবার আছে যাদের ত্রাণ সংগ্রহ করার মত কোনো পুরুষ অভিভাবক নেই। তাদের খুঁজে বের খাদ্রসামগ্রী পৌছানোর ব্যবস্থা সরকারকেই করতে হবে।

নেতৃদ্বয় আরও বলেন, করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা থাকলেও বেসরকারি হাসপাতালগুলোতে এখনো করোনায় আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। জাতির এ ক্রান্তিকালে ব্যবসায়ী মনোভাব পরিহার করে করোনাসহ যাবতীয় রোগের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের মালিক ও ডাক্তারদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

নেতৃদ্বয় বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে বোরো ফসল ঘরে তুলতে সমস্যায় পড়েছেন কৃষকরা। ইতোমধ্যে সরকার উদ্যোগ ও নির্দেশনা দিয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তাদের গাফলতির কারণে তা যথাসময়ে বাস্তবায়িত না হওয়ার কারণে তার সুফলও পাওয়া যায় না। সুতরাং যাতে কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে পারে সেজন্য সহজ শর্তে ধান কাটার মেশিন কিনতে সহায়তা করতে হবে এবং ধানের ন্যায্য দামও নিশ্চিত করা দায়িত সরকারেরই।

নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনো অনেক প্রচার মাধ্যমে অশ্লীল অনুষ্ঠান চলছে এবং অপ্রত্যাশিত বিজ্ঞাপনও প্রচারিত হচ্ছে। অবিলম্বে সকল অশ্লীল অনুষ্ঠান ও বিজ্ঞাপন বন্ধ করুন। আল্লাহর আযাব ও গযব থেকে রক্ষা পেতে আল্লাহর দরবারে তাওবা ও ইস্তেগফার বেশি বেশি করুন। ব্যবসায়ী, ধনী ও দলীয় নেতা কর্মীদেরকে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ