মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

ঢাকার যেসব স্থান এখনো করোনা মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে এখন পর্যন্ত ৪২৪ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। এর পরই রয়েছে নারায়ণগঞ্জের নাম।

ঢাকার ৫০টি থানার মধ্যে এ পর্যন্ত ৩৩টি থানায় করোনা রোগী পাওয়া গেছে। তবে ১৭টি থানায় এখনও করোনা রোগী পাওয়া যায়নি।

গতকাল শুক্রবারের তথ্যানুযায়ী যে ১৭টি থানায় করোনা রোগী পাওয়া যায়নি সেগুলো হলো- শাহবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, শ্যামপুর, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, উত্তরা মডেল (পূর্ব), বিমানবন্দর, তুরাগ, উত্তরখান, ক্যান্টনমেন্ট, বনানী, তেজগাঁও, হাতিরঝিল, রূপনগর ও ভাষণটেক।

এসব থানায় যদি কঠোরভাবে লকডাউন নিয়ন্ত্রণ করা যায়, তাহলে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, যেকোনও এলাকা, মহল্লা, বাড়ি বা গ্রাম যদি পুরোপুরি লকডাউন করা যায় তাহলে সেখানে ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, দেশে মোট ৪২৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ঢাকাতেই আক্রান্ত হয়েছে ২৩৩ জন। এখন পর্যন্ত সারাদেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩৩ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ