মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

বৈদ্যুতিক গোলযোগের কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট উৎপাদন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈদ্যুতিক গোলযোগের কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা ভাইরাস পরীক্ষার কিট উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে আগামীকাল শনিবার সরকারকে কিট সরবরাহ করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।

আজ শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের কিট উৎপাদনের কাজে ব্যবহৃত ল্যাবে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। ভোল্টেজ এত ওঠানামা করছে যে, প্ল্যান্ট চালানো সম্ভব হচ্ছে না। ফলে কিট উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন গোলযোগের কারণ বুঝতে পারছি না। ইঞ্জিনিয়াররা এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি পরীক্ষা করছেন। যত দ্রুত সম্ভব আমরা উৎপাদনে যাওয়ার চেষ্টা করছি।

জাফরুল্লাহ আরও বলেছিলেন, ‘রক্তের নমুনা পাওয়ায় গণস্বাস্থ্য র‌্যাপিড ডট ব্লট (জি র‌্যাপিড ডট ব্লট) কিট তৈরির কাজ শেষ করা হয়েছে। এই কিটের নমুনা সরকারের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (উব্লিউএইচও) ও অন্য সংস্থাগুলোকে দেয়া হবে, যাতে সবাই এটির কার্যকারিতা পরীক্ষা করতে পারে।’

হঠাৎ করে এমন বৈদ্যুতিক গোলযোগের কারণে ইতিমধ্যে অনেক কাঁচামাল নষ্ট হয়ে গেছে বলেও জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা।

পূর্ব ঘোষিত তারিখে কিট সরবরাহ করতে না পারায় দুঃখ প্রকাশ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পূর্ব ঘোষিত শনিবারের নমুনা টেস্ট কিট সরবরাহ কর্মসূচি স্থগিত করায় সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এখন হয়তো আরও তিন থেকে চারদিন লেগে যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ