আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, চর্ম রোগ বিভাগের চেয়ারম্যান ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
তবে ওই অধ্যাপক বিএসএমএমইউ থেকে আক্রান্ত হননি দাবি করে তিনি বলেন, গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে সংক্রমিত হতে পারেন।
বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, গতকাল বুধবারও ক্যাম্পাসে ছিলেন অধ্যাপক শহীদুল্লাহ। তার সহকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।
এর আগে সম্প্রতি বিএসএমএমইউর আরও এক চিকিৎসক ভাইরাসটিতে আক্রান্ত হন। তিনি গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন।
-এএ