মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তর পাড়া এলাকায়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম বলেন, আমরা আরও দুদিন আগে তার নমুনা সংগ্রহ করি। পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। আজকে আমরা সেই রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পাওয়ার আগে থেকেই আমরা ওই বাড়ির সবাইকে বাড়ির বাইরে আসতে নিষেধ করে দিয়েছি। তাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই। তবে সবাইকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। কেউ যেন বাড়ির বাইরে না আসেন। সকলেই যেন বাড়ির ভেতরেই অবস্থান করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, আমরা খবর পাওয়ার পর থেকে ওই বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলেছি। ওই বাড়ির কাউকেই বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করে দিয়েছি এবং কেউ বাইরে থেকে যেন ওই বাড়িতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও আমরা নজরদারি করছি। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ