মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

তাবলিগের কাজ স্থগিত হওয়ায় ৩২১ বিদেশি লকডাউনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রণ রোধে দেশে তাবলিগ জামাতের সব কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। তাবলিগ জামাতের আলমি শুরার সর্বসম্মত এই নির্দেশনা ইতোমধ্যে দেশের সব মারকাজে পাঠানো হয়েছে। সম্প্রতি যাত্রাবাড়ীর মাদানি মসজিদে তাবলিগের শীর্ষ মুরব্বিদের এক জরুরি মাশওয়ারায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শ্রী পেতালিং মসজিদ এবং ভারতের নিজামুদ্দিন মসজিদে তাবলিগ জামাতে যোগ দেওয়া অনেকেই করোনাভাইরাস আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের তাবলিগের মুরব্বিরা আপাতত তাবলিগের কাজ স্থগিতের সিদ্ধান্ত নিলেন।

এদিকে বাংলাদেশে দাওয়াতে তাবলিগের কাজে আসা ৩২১ বিদেশি ঢাকার দু’টি মসজিদে জড়ো করে রাখা হয়েছে। যাত্রাবাড়ী ও রমনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৩২১ জনের মধ্যে ঢাকার কাকরাইল মসজিদে আছেন ১৯১ জন। তারা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী। বাকি ১৩০ জনকে জড়ো করে রাখা হয়েছে যাত্রাবাড়ীর কলাপট্টি মদিনা জামে মসজিদে। বিমানবন্দর খুললেই তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের যে ১৯১ জন বিদেশি আছে। তাদেরকে আমরা লকডাউন করে রেখেছি। বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকে তারা চাইলেও আমরা তাকে তাদের বের হতে দিচ্ছি না।

ওসি আরও বলেন, আপাতত সিদ্ধান্ত এ রকমই আছে। পরবর্তীতে যে নির্দেশনা আসবে তা পালন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ