মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

ওষুধ ছাড়া সন্ধ্যা ৭টার পর সব দোকান বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে মুদি দোকান ও কাঁচা বাজার সীমিত সময়ের জন্য খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার দুপুরে ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, কাচাঁ বাজার ও সুপার শপ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ও মুদি দোকান সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। চালু থাকবে শুধুমাত্র ওষুধের দোকান। পরবর্তী নির্দেষ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়।

জানা গেছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা ইতিমধ্যে এই নির্দেশনা সম্পর্কে সুপারশপগুলোকে জানিয়ে দিয়েছেন। সরকার ঘোষিত সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসেবে বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ