আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে টানা ১৭ দিনের সরকারি ছুটির মধ্যে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সোমবার (৬ এপ্রিল)। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা ১১টায় এই বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, ‘তবে বৈঠকে যাদের এজেন্ডা আছে, শুধু সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা থাকবেন। করোনার এই প্রেক্ষাপটে বৈঠক ঘিরে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গণভবনই নেবে।’
সর্বশেষ গত ১৬ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। ২২ মার্চ (সোমবার) সংসদের বিশেষ অধিবেশনের কারণে মন্ত্রিসভা বৈঠক হয়নি। পরে ৩০ মার্চও বন্ধের মধ্যে হয়নি মন্ত্রিসভার বৈঠক।
-এটি