আওয়ার ইসলাম: করোনার কারণে বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনের প্রিন্ট সংস্করণ। তবে অনলাইন সংস্করণ চালু থাকবে। শুক্রবার এ ঘোষণা দেন পত্রিকাটির প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
অনলাইনে সংস্করণে প্রকাশিত ঘোষণায় বলা হয়, পুরো পৃথিবী আজ এক ভয়ংকর বিপদের মুখোমুখি। করোনার থাবায় প্রত্যেকটি দেশে মৃত্যুর মিছিল বাড়ছে। বাংলাদেশেও এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তারপরও জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন এজেন্ট, হকার ও সংবাদকর্মীরা। পত্রিকার বিপণন ব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয়।
মানবজমিন তাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পত্রিকা থেমে থাকবে না। অনলাইন সংস্করণ পুরোদমে চালু থাকবে। প্রতিমুহূর্তের সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়া হবে।
ঘোষণায় আরও বলা হয়, শিগগিরই এ ঘোর অন্ধকার কেটে যাবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফের মুদ্রণ সংস্করণ চালু করা হবে।
-এএ