মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


আলিবাবার পাঠানো ৩০ হাজার কিট ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে এবার বাংলাদেশকে ৩০ হাজার কিট উপহার দিয়েছেন চীনের বিখ্যাত প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। শুক্রবার বিশেষ বিমানে করে এসব মেডিকেল সরঞ্জাম বাংলাদেশে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্থ চীন দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও উপপ্রধান হুয়ালং ইয়ান।

সম্প্রতি নিজের ভেরিফাইড টুইটারে জ্যাক মা ঘোষণা দিয়েছিলেন, কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়া হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এই দেশগুলোতে সর্বমোট ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক, ভেন্টিলেটর ও থার্মোমিটার দেয়া হবে। তারা যেন করোনার সংক্রমণ রোধ করতে পারে সেজন্য এ উপহার।

এর আগে বৃহস্পতিবার চীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী করোনা পরীক্ষার জন্য ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং ও এক হাজার ইনফারেট থার্মোমিটার বাংলাদেশে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ