আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ফাঁকা রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সক্রিয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ শুক্রবার (২৭শে মার্চ) রাজধানীর ধানমন্ডি এলাকায় জীবাণুনাশক ওষুধ ছেটানো কর্মসূচি শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময়, আবারো সংক্রমণ এড়াতে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বাইরে বের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নগরবাসীও সচেতনতা হিসেবে বাইরে বের না হওয়া এবং সংক্রমণ এড়াতে সাধারণ ছুটি ঘোষণায় অনেকেই ঢাকা ছেড়েছেন। তাই রাজধানী শহরটি ফাঁকা।
এ অবস্থায় রাজধানীতে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আরএম/