মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


‘মরদেহ থেকে করোনা সংক্রমণের আশঙ্কা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৃত ব্যক্তি থেকে করোনা সংক্রমণের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ শুক্রবার করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন। তাদের দাফনকাজ আইইডিসিআরের তত্ত্ববধায়নে জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং সিটি করপোরেশনে সহযোগিতায় সম্পন্ন করছি। আমরা নিশ্চিত করছি কোনোভাবেই যেন সংক্রমণ ছড়িয়ে না পড়ে। সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে যদি রোগীকে গোসল করানো হয় এবং তার কাছাকাছি কেউ যেয়ে থাকেন। এক্ষেত্রে যারা কাছাকাছি থাকেন তাদের পিপি পরিয়ে নেয়া হয়। সম্পূর্ণ ধর্মীয় বিধান মেনে কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা নেই।

ফ্লোরা আরও বলেন, যাদের মধ্যে মৃত ব্যক্তি থেকে করোনা সংক্রমণের আশঙ্কা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলছি, আমরা নমুনা পরীক্ষা করেছি। এ ধরনের কোনো সংক্রমণ পাইনি। তবে অনেকের মধ্যে দুশ্চিন্তা কাজ করে, আমি বলব এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই।

তিনি বলেন, নতুন করে দেশে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এদের মধ্যে ৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ